নওগাঁর মহাদেবপুরে অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ শাপলায় আয়োজিত সভায় ইউএনও মিজানুর রহমান মিলন সভাপতিত্ব করেন।
উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন এতে প্রধান অতিথি ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে মহাদেবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন, সাংবাদিক আমিনুর রহমান খোকন, সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তি এতে উপস্থিত ছিলেন।#