নওগাঁ ১১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

পোরশায় ৫০ বছরেও কোন মাধ্যমিক স্কুল সরকারিকরণ করা হয়নি<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, এম, রইচ উদ্দিন, স্টাফ রিপোর্টার, পোরশা (নওগাঁ), ১৪ ফেব্রুয়ারি ২০২২ :

স্বাধীনতার ৫০বছর পরেও নওগাঁর পোরশায় মাধ্যমিক পর্যায়ের কোন বিদ্যালয় বা মাদ্রাসা সরকারিকরন করা হয়নি। বিগত প্রতিটি সরকারের আমলে এ সংক্রান্ত প্রতিশ্রুতি থাকলেও এ পর্যন্ত উপজেলাটিতে সমমানের কোন প্রতিষ্ঠান সরকারি হয়নি।

বর্তমান সরকারের আমলে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র প্রচেষ্টায় ঐতিহ্যবাহী পোরশা ডিগ্রি কলেজ এবং নিতপুর স্কুল এন্ড কলেজ সরকারিকরনের ঘোষনা দেয়া হয়েছে। এসংক্রান্ত কাজ শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। তবে মাধ্যমিক পর্যায়ে পোরশা উচ্চ মাদ্রাসা কাম উচ্চ বিদ্যালয়, শহিদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয়, মশিদপুর দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়, গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয়, কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয়, বারিন্দা সিনিয়র কামিল মাদ্রাসাসহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে সরকারিকরনের সুযোগ সুবিধা থাকলেও একটি প্রতিষ্ঠানও সরকারিকরন করা হয়নি।

শহিদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় উপজেলা সদরে এবং কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয়টি উপজেলার প্রানকেন্দ্র সরাইগাছি মোড়ে অবস্থিত হওয়ায় প্রতিষ্ঠান দুটি সরকারিকরনের জন্য এলাকাবাসী দাবি জানিয়েছেন।

এই উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩৬টি, সদ্য জাতীয়করন প্রাথমিক বিদ্যালয় ৫১টি, মাধ্যমিক বিদ্যালয় ২২টি, নিম্নমাধ্যমিক বিদ্যালয় ৩টি, ফাজিল মাদ্রাসা ৩টি, আলিম মাদ্রাসা ২টি, দাখিল মাদ্রাসা ২২টি, ডিগ্রি কলেজ ২টি, মহিলা কলেজ ১টি, কারিগরি কলেজ ১টি, ভোকেশনাল কলেজ ১টি সহ একাধিক কিন্ডার গার্টেন স্কুল রয়েছে। কলেজ এবং স্কুল এন্ড কলেজ পর্যায়ে একটি করে সরকারিকরনের ঘোষনা দেয়া হলেও এককভাবে মাধ্যমিক পর্যায়ে কোন শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরন করা হয়নি। ফলে উপজেলাবাসীর দাবি মাধ্যমিক পর্যায়ে একটি হলেও সরকারিকরন করা হোক।

খাদ্য ভান্ডার খ্যাত নওগাঁ জেলার সীমান্তবর্তী এ উপজেলার বেশিরভাগ মানুষ কৃষি কাজের সাথে জড়িত। এছাড়া অর্থনৈতিকভাবে এলাকার মানুষ খুব একটা সচ্ছল নয়। ফলে তাদের ছেলে মেয়েদের বাইরের কোন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করাতে পারেননা। এজন্য বর্তমান সরকারের কাছে এলাকাবাসী পোরশা উচ্চ মাদ্রাসা কাম উচ্চ বিদ্যালয়, শীহদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় ও কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় সরকারিকরনের জোর দাবি জানিয়েছেন।#

আপলোডকারীর তথ্য

পোরশায় ৫০ বছরেও কোন মাধ্যমিক স্কুল সরকারিকরণ করা হয়নি<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৭:৫৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
Spread the love

মহাদেবপুর দর্পণ, এম, রইচ উদ্দিন, স্টাফ রিপোর্টার, পোরশা (নওগাঁ), ১৪ ফেব্রুয়ারি ২০২২ :

স্বাধীনতার ৫০বছর পরেও নওগাঁর পোরশায় মাধ্যমিক পর্যায়ের কোন বিদ্যালয় বা মাদ্রাসা সরকারিকরন করা হয়নি। বিগত প্রতিটি সরকারের আমলে এ সংক্রান্ত প্রতিশ্রুতি থাকলেও এ পর্যন্ত উপজেলাটিতে সমমানের কোন প্রতিষ্ঠান সরকারি হয়নি।

বর্তমান সরকারের আমলে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র প্রচেষ্টায় ঐতিহ্যবাহী পোরশা ডিগ্রি কলেজ এবং নিতপুর স্কুল এন্ড কলেজ সরকারিকরনের ঘোষনা দেয়া হয়েছে। এসংক্রান্ত কাজ শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। তবে মাধ্যমিক পর্যায়ে পোরশা উচ্চ মাদ্রাসা কাম উচ্চ বিদ্যালয়, শহিদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয়, মশিদপুর দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়, গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয়, কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয়, বারিন্দা সিনিয়র কামিল মাদ্রাসাসহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে সরকারিকরনের সুযোগ সুবিধা থাকলেও একটি প্রতিষ্ঠানও সরকারিকরন করা হয়নি।

শহিদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় উপজেলা সদরে এবং কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয়টি উপজেলার প্রানকেন্দ্র সরাইগাছি মোড়ে অবস্থিত হওয়ায় প্রতিষ্ঠান দুটি সরকারিকরনের জন্য এলাকাবাসী দাবি জানিয়েছেন।

এই উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩৬টি, সদ্য জাতীয়করন প্রাথমিক বিদ্যালয় ৫১টি, মাধ্যমিক বিদ্যালয় ২২টি, নিম্নমাধ্যমিক বিদ্যালয় ৩টি, ফাজিল মাদ্রাসা ৩টি, আলিম মাদ্রাসা ২টি, দাখিল মাদ্রাসা ২২টি, ডিগ্রি কলেজ ২টি, মহিলা কলেজ ১টি, কারিগরি কলেজ ১টি, ভোকেশনাল কলেজ ১টি সহ একাধিক কিন্ডার গার্টেন স্কুল রয়েছে। কলেজ এবং স্কুল এন্ড কলেজ পর্যায়ে একটি করে সরকারিকরনের ঘোষনা দেয়া হলেও এককভাবে মাধ্যমিক পর্যায়ে কোন শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরন করা হয়নি। ফলে উপজেলাবাসীর দাবি মাধ্যমিক পর্যায়ে একটি হলেও সরকারিকরন করা হোক।

খাদ্য ভান্ডার খ্যাত নওগাঁ জেলার সীমান্তবর্তী এ উপজেলার বেশিরভাগ মানুষ কৃষি কাজের সাথে জড়িত। এছাড়া অর্থনৈতিকভাবে এলাকার মানুষ খুব একটা সচ্ছল নয়। ফলে তাদের ছেলে মেয়েদের বাইরের কোন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করাতে পারেননা। এজন্য বর্তমান সরকারের কাছে এলাকাবাসী পোরশা উচ্চ মাদ্রাসা কাম উচ্চ বিদ্যালয়, শীহদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় ও কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় সরকারিকরনের জোর দাবি জানিয়েছেন।#