মহাদেবপুর দর্পণ, ফণী ভূষণ মহান্ত, মহাদেবপুর (নওগাঁ), ২৫ ডিসেম্বর ২০১৯ :
মঙ্গলবার বিকেলে নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে ৩দিন ব্যাপী ৪৯তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ্ব মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এবং উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিা অফিসার হাবিবুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম প্রমুখ।
গত ৩দিনে উপজেলার মাধ্যমিক পর্যায়ে ৮০টি স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বালিকা ও বালিকা গ্রুপে ভলিবল, ব্যাডমিন্টন, দৌড়, হাই জাম্প, লং জাম্প, লৌহ গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, বর্শা নিক্ষেপসহ মোট ৫২টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। #