মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: রবিউল আলম বুলেটের বড় বোন আলহাজ্ব সালমা খাতুন শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না.. ..রাজিউন)।
তিনি মহাদেবপুর উপজেলা সদরের বাগানবাড়ি এলাকার মরহুম আলহাজ্ব আনিছুর রহমানের মেয়ে ও বগুড়া জেলার গাবতলী উপজেলার গাবতলী পুর্বপাড়া এলাকার জাহাঙ্গীর ফারুকের স্ত্রী।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। শনিবার (২৯ জানুয়ারি) বাদ আছর বাগানবাড়িতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
অন্যদের মধ্যে নওগাঁ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মামুনুর রহমান রিপন, ভিপি জহুরুল হক খোকন, ভিপি এম আজাহারুল ইসলাম সেতু, জেলা যুবদরের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সিনিয়র সহ সভাপতি কামরুজ্জামান কামাল, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রোমিও, মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, এসএম হান্নান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাজী আব্দুস সোবহান, শাহাদাৎ হোসেন শান্ত, গোলাম ইয়াজদানী সাম্মী, ১নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাকিল ইসলাম, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক অলিউজ্জামান অলি প্রমুক তার নামাজে জানাযায় অংশ নেন।
এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এতে উপস্থিত ছিলেন। #