নওগাঁ ০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

পোরশায় বাবার লাশ পাহাড়া দেওয়া ভাইরাল ভিডিও’র শিশু মরিয়মের পরিবারে গাভী দিলেন জেলা প্রশাসক (ভিডিও)<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, এম, রইচ উদ্দিন, স্টাফ রিপোর্টার, পোরশা (নওগাঁ), ৯ জানুয়ারি ২০২২ :

নওগাঁর পোরশায় করোনায় বাবা হারানো শিশু মরিয়মের পরিবারে বাছুরসহ দুটি দুগ্ধবতি গাভী ও নবনির্মিত ক্যাটল সেড হস্তান্তর করলেন নওগাঁর জেলা প্রশাসক হারুন-অর-রশীদ। শনিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার নিতপুর ইউনিয়নের চকবিষ্ণপুর মহাপুকুর গ্রামে শিশুটির মা তানজিলা বেগমের হাতে এক মাসের গো-খাদ্যসহ দুটি গাভী ও দুটি বাছুর তুলে দেয়া হয় এবং নবনির্মিত ক্যাটল সেড হস্তান্তর করা হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহীম, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, পোরশার ইউএনও নাজমুল হামিদ রেজা, সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আজম খান, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার উপস্থিত ছিলেন।

করোনায় ক্ষতিগ্রস্ত ওই পরিবারকে সহায়তা হস্তান্তরের সময় জেলা প্রশাসক হারুন-অর-রশীদ বলেন, ‘সমাজে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হয়। যে পরিবারটিকে সহায়তা প্রদান করা হলো সেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মহামারি করোনায় মারা গেছেন। আমরা চেয়েছি পারিবারটির জন্য স্থায়ীভাবে আয়বর্ধক কিছু একটা করে দিতে। সেই সিদ্ধান্ত থেকে অসহায় পরিবারটিকে দুটি গাভী ও দুটি বাছুর সহায়তা হিসাবে দেওয়া হলো। আশা করি এগুলো লালন পালন করে তারা স্বাবলম্বী হতে পারবে।’ এছাড়া শিশু মরিয়মের মাকে বিধবা ভাতা দেওয়ারও ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।

মহামারি করোনায় গতবছর ৫ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত বাবার লাশের পাশে বসে শিশু মরিয়মের আর্তনাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায় শিশু মরিয়ম তার বাবার লাশের পাশে বসে অনবরত কাঁদছেন। ওই সময় তার কাছে পরিবারের কেউ না থাকায় সে একাই বাবার লাশ পাহারা দিচ্ছিল। এরকম একটি ভিডিওর সূত্র ধরে বিভিন্ন গণমাধ্যমে মর্মান্তিক এই ঘটনা নিয়ে সংবাদ প্রকাশিত হলে ওই সময় প্রশাসন ও ব্যক্তিগতভাবে অনেকেই শিশুটির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। #

এই সেই ভাইরাল হওয়া ভিডিও :

 

আপলোডকারীর তথ্য

পোরশায় বাবার লাশ পাহাড়া দেওয়া ভাইরাল ভিডিও’র শিশু মরিয়মের পরিবারে গাভী দিলেন জেলা প্রশাসক (ভিডিও)<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৬:২৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
Spread the love

মহাদেবপুর দর্পণ, এম, রইচ উদ্দিন, স্টাফ রিপোর্টার, পোরশা (নওগাঁ), ৯ জানুয়ারি ২০২২ :

নওগাঁর পোরশায় করোনায় বাবা হারানো শিশু মরিয়মের পরিবারে বাছুরসহ দুটি দুগ্ধবতি গাভী ও নবনির্মিত ক্যাটল সেড হস্তান্তর করলেন নওগাঁর জেলা প্রশাসক হারুন-অর-রশীদ। শনিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার নিতপুর ইউনিয়নের চকবিষ্ণপুর মহাপুকুর গ্রামে শিশুটির মা তানজিলা বেগমের হাতে এক মাসের গো-খাদ্যসহ দুটি গাভী ও দুটি বাছুর তুলে দেয়া হয় এবং নবনির্মিত ক্যাটল সেড হস্তান্তর করা হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহীম, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, পোরশার ইউএনও নাজমুল হামিদ রেজা, সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আজম খান, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার উপস্থিত ছিলেন।

করোনায় ক্ষতিগ্রস্ত ওই পরিবারকে সহায়তা হস্তান্তরের সময় জেলা প্রশাসক হারুন-অর-রশীদ বলেন, ‘সমাজে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হয়। যে পরিবারটিকে সহায়তা প্রদান করা হলো সেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মহামারি করোনায় মারা গেছেন। আমরা চেয়েছি পারিবারটির জন্য স্থায়ীভাবে আয়বর্ধক কিছু একটা করে দিতে। সেই সিদ্ধান্ত থেকে অসহায় পরিবারটিকে দুটি গাভী ও দুটি বাছুর সহায়তা হিসাবে দেওয়া হলো। আশা করি এগুলো লালন পালন করে তারা স্বাবলম্বী হতে পারবে।’ এছাড়া শিশু মরিয়মের মাকে বিধবা ভাতা দেওয়ারও ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।

মহামারি করোনায় গতবছর ৫ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত বাবার লাশের পাশে বসে শিশু মরিয়মের আর্তনাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায় শিশু মরিয়ম তার বাবার লাশের পাশে বসে অনবরত কাঁদছেন। ওই সময় তার কাছে পরিবারের কেউ না থাকায় সে একাই বাবার লাশ পাহারা দিচ্ছিল। এরকম একটি ভিডিওর সূত্র ধরে বিভিন্ন গণমাধ্যমে মর্মান্তিক এই ঘটনা নিয়ে সংবাদ প্রকাশিত হলে ওই সময় প্রশাসন ও ব্যক্তিগতভাবে অনেকেই শিশুটির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। #

এই সেই ভাইরাল হওয়া ভিডিও :