
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৭ ডিসেম্বর ২০২১ :

সারা দেশের মত নওগাঁর মহাদেবপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল, সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপদ্ধনি, সকল সরকারি ও বেসরকারি ভবনশীর্ষে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ৯টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,

সম্মিলিত বীরমুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ভিডিপি, বয়স্কাউট, গার্লস গাইড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্য সদস্যাদের কুচকাওয়াজ ও শারীরীক কশরত প্রদর্শন, জেলা পরিষদ ডাকবাংলোয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, শিশুদের চিত্রাঙ্কন, রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শহীদ, যুদ্ধাহত ও বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, বিভিন্ন মসজিদ, মন্দির ও গীর্জায় শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা, যুদ্ধাহত ও বীরমুক্তিযোদ্ধাদের সুস্থ্যতা কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মুনাজাত ও প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদের লেডিস ক্লাবে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা ও মহিলাদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক মুজিববর্ষের শপথগ্রহণ অনুষ্ঠান একযোগে সরাসরি সম্প্রচার ও ঢাকা থেকে সম্প্রচারিত সাংস্কৃতিক অনুষ্ঠান সরাসরি সম্প্রচার।
