নওগাঁ ০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

৬০ টাকা পোয়া, মহাদেবপুরে আগাম আলুচাষিদের পোয়াবারো<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, মহাদেবপুর (নওগাঁ), ১৯ নভেম্বর ২০২১ : আগামজাতের নতুন আলু বিক্রি করছেন মহাদেবপুর বাজারের দোকানি সাইদুর রহমান--------ছবি : সাঈদ টিটো

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৯ নভেম্বর ২০২১ :

নওগাঁর মহাদেবপুর বাজারে উঠেছে আগাম জাতের আলু। দাম আকাশচুম্বি। তবু কিনছেন সৌখিন ক্রেতারা। বিশেষ করে যারা ঘটা করে নবান্ন পালন করেন তারাই কিনছেন এ আলু। নতুন ধানের নতুন চালের সাদা ভাতের সাথে সিলভার কার্প মাছ দিয়ে নতুন আলুর ঘাঁটি এ অঞ্চলের গ্রামের মানুষের প্রিয় খাবার। পঞ্চায়েত ঘাঁটি বলে পরিচিত এ খাবার।

আলুর এ উঁচু দাম অবশ্য থাকবেনা। মৌসুমের একদম প্রথম দিকে যারা বাজারজাত করতে পারেন তারাই বেশি দাম পান। বাজারে আমদানি বাড়ার সাথে সাথে কমতে থাকে দাম। তবু প্রতিকেজি ৫০টাকার নিচে নামেনা। এই মৌসুমের পর যে আলু উঠবে সেগুলোর দাম কম হবে।

শুক্রবার (১৯ নভেম্বর) সকালে মহাদেবপুর উপজেলা সদরের কাঁচাবাজারে গিয়ে মাত্র একটি দোকানে পাওয়া গেলো নতুন আলু। দোকানি সাইদুর রহমান জানালেন, আগের দিন পাইকারি বাজার থেকে ৫ কেজি নতুন আলু কিনেছেন। বৃহস্পতিবার এলাকার বিশেষ করে হিন্দুরা ঘরে ঘরে নবান্ন পালন করেছেন। একপোয়া (২৫০ গ্রাম) করে হলেও তারা কিনেছেন। বিক্রি হয়েছে ৬০ টাকা পোয়া দরে। তার দোকানেই পুরাতন আলু বিক্রি হচ্ছে মাত্র ২০ টাকা কেজি দরে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায় জানালেন, যেসব উঁচু জমিতে চাষিরা আমন ধান করতে পারেননি সেসব জমিতে কেউ কেউ আগাম জাতের আলুর চাষ করেছেন। রোপণ থেকে শুরু করে এ আলু উঠতে সময় লাগে মাত্র ৫০ দিন। সেঁচ দিতে হয়। আগাছা দমন, সার কীটনাশক প্রয়োগ প্রভৃতি যত্ন নিতে হয়। কিন্তু এ আলু সংরক্ষণ করা যায়না। তোলার পর রেখে দিলে এক সপ্তাহের মধ্যে পঁচতে শুরু করে। তাই চাষিরা এর চাষ বেশি করেন না। এখন যে আলু লাগানো হচ্ছে সেগুলো উঠলে তা সংরক্ষণের উপযোগি হবে। তবে এ মৌসুমের নতুন আলুর স্বাদ অনেক বেশি। বাজারে আমদানি কম থাকায় দাম বেশি হয়। যারা আগাম আলু তুলছেন তারাই লাভের মুখ দেখছেন।#

আপলোডকারীর তথ্য

৬০ টাকা পোয়া, মহাদেবপুরে আগাম আলুচাষিদের পোয়াবারো<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১২:৫৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৯ নভেম্বর ২০২১ :

নওগাঁর মহাদেবপুর বাজারে উঠেছে আগাম জাতের আলু। দাম আকাশচুম্বি। তবু কিনছেন সৌখিন ক্রেতারা। বিশেষ করে যারা ঘটা করে নবান্ন পালন করেন তারাই কিনছেন এ আলু। নতুন ধানের নতুন চালের সাদা ভাতের সাথে সিলভার কার্প মাছ দিয়ে নতুন আলুর ঘাঁটি এ অঞ্চলের গ্রামের মানুষের প্রিয় খাবার। পঞ্চায়েত ঘাঁটি বলে পরিচিত এ খাবার।

আলুর এ উঁচু দাম অবশ্য থাকবেনা। মৌসুমের একদম প্রথম দিকে যারা বাজারজাত করতে পারেন তারাই বেশি দাম পান। বাজারে আমদানি বাড়ার সাথে সাথে কমতে থাকে দাম। তবু প্রতিকেজি ৫০টাকার নিচে নামেনা। এই মৌসুমের পর যে আলু উঠবে সেগুলোর দাম কম হবে।

শুক্রবার (১৯ নভেম্বর) সকালে মহাদেবপুর উপজেলা সদরের কাঁচাবাজারে গিয়ে মাত্র একটি দোকানে পাওয়া গেলো নতুন আলু। দোকানি সাইদুর রহমান জানালেন, আগের দিন পাইকারি বাজার থেকে ৫ কেজি নতুন আলু কিনেছেন। বৃহস্পতিবার এলাকার বিশেষ করে হিন্দুরা ঘরে ঘরে নবান্ন পালন করেছেন। একপোয়া (২৫০ গ্রাম) করে হলেও তারা কিনেছেন। বিক্রি হয়েছে ৬০ টাকা পোয়া দরে। তার দোকানেই পুরাতন আলু বিক্রি হচ্ছে মাত্র ২০ টাকা কেজি দরে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায় জানালেন, যেসব উঁচু জমিতে চাষিরা আমন ধান করতে পারেননি সেসব জমিতে কেউ কেউ আগাম জাতের আলুর চাষ করেছেন। রোপণ থেকে শুরু করে এ আলু উঠতে সময় লাগে মাত্র ৫০ দিন। সেঁচ দিতে হয়। আগাছা দমন, সার কীটনাশক প্রয়োগ প্রভৃতি যত্ন নিতে হয়। কিন্তু এ আলু সংরক্ষণ করা যায়না। তোলার পর রেখে দিলে এক সপ্তাহের মধ্যে পঁচতে শুরু করে। তাই চাষিরা এর চাষ বেশি করেন না। এখন যে আলু লাগানো হচ্ছে সেগুলো উঠলে তা সংরক্ষণের উপযোগি হবে। তবে এ মৌসুমের নতুন আলুর স্বাদ অনেক বেশি। বাজারে আমদানি কম থাকায় দাম বেশি হয়। যারা আগাম আলু তুলছেন তারাই লাভের মুখ দেখছেন।#