প্রকাশের সময় :
০৯:৫২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
১০৪৩
Spread the love
মহাদেবপুর দর্পণ, আইনুল হোসেন, মহাদেবপুর (নওগাঁ), ৯ নভেম্বর ২০২১ :
গরীব, অসহায় ও হতদরিদ্রদের জন্য বরাদ্দকরা বয়স্কভাতা ও বিধবা ভাতার কার্ড প্রকৃত হতদরিদ্ররা না পেয়ে পাচ্ছেন বিত্তশালী লোকজনরা।
মঙ্গলবার (৯ নভেম্বর) উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের পন্ডিতপুর গ্রামে গিয়ে দেখা যায়, পাকা দোতলা বাড়ি, ১৫ থেকে ২৫ বিঘা জমির মালিকরা বয়স্ক ভাতার তালিকায় এসেছেন। অন্যদিকে বাদ পড়েছেন অসহায়, হতদরিদ্র ও ভিক্ষুক শ্রেণির লোকজন।
এবারের বয়স্ক ভাতার তালিকায় নাম আসা পন্ডিতপুর গ্রামের মৃত শ্রীনাথের পুত্র দিবাকর (৬৬) প্রায় ১৮ বিঘা জমি ও পাকা দোতলা বাড়ির মালিক। একইভাবে প্রায় ২২ বিঘা জমির মালিক ফতেন্দ্রনাথের স্ত্রী প্রমদাসহ আরো কয়েকজন ওই গ্রামে ভাতাভোগী হয়েছেন। দিবাকরের ছেলে কমল বর্মণ জানান, বয়স্কভাতা দেয়ার জন্য ইউনিয়ন পরিষদ থেকে মাইকিং করে ৬৫ বছরের উর্ধে সকলের নিকট থেকে আবেদন চাওয়া হয়। এ প্রেক্ষিতে তার বাবার জন্য আবেদন করা হয়েছিলো। ভাতা দিবে কিনা সেটা কর্তৃপক্ষের ব্যাপার।
চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদান নবী রিপন বলেন, ‘বয়স্কভাতা দেয়ার জন্য ৬৫ বছরের উপরের লোকজনের নিকট আবেদন চাওয়া হয়েছিলো। যাচাই বাছাই করে যাদের ভাতা পাওয়া জরুরী তাদেরকেই আগে দেয়া হবে।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, ‘বয়স্ক ও বিধবাভাতা হতদরিদ্রদের জন্য। হতদরিদ্ররা না পেয়ে কোনো অবস্থা সম্পন্ন মানুষ যদি পেয়ে থাকেন, তদন্ত সাপেক্ষে তা বাতিল করে হতদরিদ্রদেরকেই দেয়া হবে।’
উল্লেখ্য, এবার উপজেলায় বয়স্ক ভাতার জন্য আবেদন জমা হয়েছে ৬ হাজার ৮৭৮ জন। তাদের মধ্যে ভাতা দেয়া হবে ৫ হাজার ৩৮০ জনকে। বিধবা ভাতার জন্য আবেদন জমা হয় ৭ হাজার ৪১২ জনের। তাদের মধ্যে ভাতা পাবেন ৩ হাজার ৭১০ জন।#