নওগাঁ ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

পোরশায় শিশুপার্কের বেহাল দশা : মেরামতের উদ্যোগে নেই

Spread the love

মহাদেবপুর দর্পণ, এম,রইচ উদ্দিন, পোরশা (নওগাঁ), ২১ ডিসেম্বর ২০১৯ :

নওগাঁর পোরশা উপজেলা চত্ত্বরের শিশু পার্কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ফলে উপজেলা সদরে অবস্থিত একমাত্র শিশু পার্কটি গরু-ছাগলের চারন ভূমিতে পরিণত হয়েছে।

পূর্বে প্রাচীর দ্বারা বেষ্টনি দিয়ে জাকজমকপূর্ণ থাকলেও বর্তমান কিছুই নেই। উপজেলা সদরে বসবাসরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা সরকারী বাসভবনে থাকলেও তাদের ছেলে মেয়েসহ বহিরাগত শিশুরা বিনোদন ও খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে।

পার্কটিতে কোন খেলার সামগ্রী নেই। দু’টি দোলনা রয়েছে তাও একেবারে ব্যবহারের অনুপযোগী। বিচ্ছিন্নভাবে বিভিন্ন সময় স্কুলগামী ছোট শিক্ষার্থীদের একটি মাত্র স্লিপারে ঝুঁকি নিয়ে খেলাধুলা করতে দেখা গেছে। ফলে অভিভাবকরাও তাদের ছেলেমেয়েদের নিয়ে চিন্তিত থাকেন।

জাতীয় পার্টির সরকারের সময় বিনোদনের জন্য দেশের প্রত্যেক উপজেলায় চত্ত্বরে একাটি করে শিশু পার্ক গড়ে তোলা হয়েছিল। আর এরই অংশ হিসাবে তৎকালীন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোজাহেদুর রহমান শাহ্ চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার হাফিজুর রহমানের সহযোগিতায় সরকারীভাবে পার্কটি গড়ে উঠে। সে সময় পার্কটিতে শিশুদের খেলার জন্য যে সব উপকরণ ছিল বর্তমানে তার কিছুই নেই। এতে উপজেলা ক্যাম্পাসে বসবাসরত কর্মকর্তাদের ছেলে-মেয়ে ও স্থানীয় শিশুরা বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে।

বর্তমান সরকারের উদ্যেগে আবারও উপজেলা কাঠামো চালু হলেও একমাত্র শিশু পার্কটি চালু করা হয়নি। এতে উপজেলায় আর কোন বিনোদন কেন্দ্র না থাকায় শিশুরা হারিয়ে যাচ্ছে বিভিন্ন খেলাধুলার জগত থেকে।

পরিত্যক্ত শিশু পার্কটি পুণরায় সংস্কার করলে বেহাল অবস্থা কাটিয়ে পার্কটি নতুন জীবন ফিরিয়ে পেতো। এতে শিশুদের মেধা বিকাশের কেন্দ্র হিসাবেও বিবেচিত হতো পার্কটি। এজন্য এলাকার বিশিষ্টজনরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অবিলম্বে পার্কটি সংস্কার করে শিশুদের বিনোদন ও খেলার সু-ব্যবস্থা করার দাবী জানিয়েছেন।

এবিষয়ে পোরশা উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা বলেন, তিনি নিজে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরীকে নিয়ে পার্কের স্থান ঘুরে দেখেছেন। যদিও অনেক অর্থ ব্যয় হবে তারপরেও সুন্দর একটি বিনোদন কেন্দ্র করার জন্য তারা চিন্তা ভাবনা করছেন বলে জানান। #

আপলোডকারীর তথ্য

পোরশায় শিশুপার্কের বেহাল দশা : মেরামতের উদ্যোগে নেই

প্রকাশের সময় : ০৮:৩৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
Spread the love

মহাদেবপুর দর্পণ, এম,রইচ উদ্দিন, পোরশা (নওগাঁ), ২১ ডিসেম্বর ২০১৯ :

নওগাঁর পোরশা উপজেলা চত্ত্বরের শিশু পার্কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ফলে উপজেলা সদরে অবস্থিত একমাত্র শিশু পার্কটি গরু-ছাগলের চারন ভূমিতে পরিণত হয়েছে।

পূর্বে প্রাচীর দ্বারা বেষ্টনি দিয়ে জাকজমকপূর্ণ থাকলেও বর্তমান কিছুই নেই। উপজেলা সদরে বসবাসরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা সরকারী বাসভবনে থাকলেও তাদের ছেলে মেয়েসহ বহিরাগত শিশুরা বিনোদন ও খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে।

পার্কটিতে কোন খেলার সামগ্রী নেই। দু’টি দোলনা রয়েছে তাও একেবারে ব্যবহারের অনুপযোগী। বিচ্ছিন্নভাবে বিভিন্ন সময় স্কুলগামী ছোট শিক্ষার্থীদের একটি মাত্র স্লিপারে ঝুঁকি নিয়ে খেলাধুলা করতে দেখা গেছে। ফলে অভিভাবকরাও তাদের ছেলেমেয়েদের নিয়ে চিন্তিত থাকেন।

জাতীয় পার্টির সরকারের সময় বিনোদনের জন্য দেশের প্রত্যেক উপজেলায় চত্ত্বরে একাটি করে শিশু পার্ক গড়ে তোলা হয়েছিল। আর এরই অংশ হিসাবে তৎকালীন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোজাহেদুর রহমান শাহ্ চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার হাফিজুর রহমানের সহযোগিতায় সরকারীভাবে পার্কটি গড়ে উঠে। সে সময় পার্কটিতে শিশুদের খেলার জন্য যে সব উপকরণ ছিল বর্তমানে তার কিছুই নেই। এতে উপজেলা ক্যাম্পাসে বসবাসরত কর্মকর্তাদের ছেলে-মেয়ে ও স্থানীয় শিশুরা বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে।

বর্তমান সরকারের উদ্যেগে আবারও উপজেলা কাঠামো চালু হলেও একমাত্র শিশু পার্কটি চালু করা হয়নি। এতে উপজেলায় আর কোন বিনোদন কেন্দ্র না থাকায় শিশুরা হারিয়ে যাচ্ছে বিভিন্ন খেলাধুলার জগত থেকে।

পরিত্যক্ত শিশু পার্কটি পুণরায় সংস্কার করলে বেহাল অবস্থা কাটিয়ে পার্কটি নতুন জীবন ফিরিয়ে পেতো। এতে শিশুদের মেধা বিকাশের কেন্দ্র হিসাবেও বিবেচিত হতো পার্কটি। এজন্য এলাকার বিশিষ্টজনরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অবিলম্বে পার্কটি সংস্কার করে শিশুদের বিনোদন ও খেলার সু-ব্যবস্থা করার দাবী জানিয়েছেন।

এবিষয়ে পোরশা উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা বলেন, তিনি নিজে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরীকে নিয়ে পার্কের স্থান ঘুরে দেখেছেন। যদিও অনেক অর্থ ব্যয় হবে তারপরেও সুন্দর একটি বিনোদন কেন্দ্র করার জন্য তারা চিন্তা ভাবনা করছেন বলে জানান। #