নওগাঁর মহাদেবপুরে ২০ আদিবাসী ছাত্রীর মধ্যে প্রধানমন্ত্রীর বরাদ্দকরা বাইসাইকেল ও ৪৫ আদিবাসী ছাত্রের মধ্যে ১ লক্ষ ৬২ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেছেন নওগাঁ-৩ আসনের এমপি আলহাজ্ব মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম।
বৃহস্পতিবার দুপুরে ‘২০২০-২১ অর্থবছরে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচী’র আওতায় উপজেলা কমপ্লেক্স চত্ত্বরে সাইকেল ও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সমাবেশে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।
এমপি এতে প্রধান অতিথি ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম রবিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন প্রমুখ। সঞ্চালনা করেন একাডেমিক সুপার ভাইজার ফরিদুল ইসলাম।
শেষে প্রধান অতিথি মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে ভাতার চেক ও সনদ বিতরণ করেন।#