
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৭ অক্টোবর ২০২১ :

নওগাঁর মহাদেবপুরে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ্ব মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম সভাপতিত্ব করেন।
সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সদস্য অজিত কুমার মন্ডল, সদস্য ও সদর ইউপি চেয়ারম্যান মুহা: মাহবুবুর রহমান ধলু, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি গোলাম নুরানী আলাল, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ বাবু, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক ও আনোয়ার হোসেন এবং উপজেলার ১০ ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
