প্রকাশের সময় :
১২:২৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
৯১২
মহাদেবপুর দর্পণ, মহাদেবপুর (নওগাঁ), ২৮ সেপ্টেম্বর ২০২১ : মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রফিকুল ইসলাম রবিন (ডানে)। তার বামে উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এম, এম, জামান
নওগাঁর মহাদেবপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের জনপ্রিয় আইডি মহাদেবপুর দর্পণ থেকে লাইভ প্রচারের পর অবশেষে ভেজাল পশুখাদ্যের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রফিকুল ইসলাম রবিন। উপজেলা মৎস্য অফিস ও প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে এই অভিযান চালানো হয়।
এসময় উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এম, এম, জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: গোলাম রাব্বানী, উপজেলা ভূমি অফিসের নাজির মোয়াজ্জোম হোসেন, সহায়ক আতিকুর রহমান, মহাদেবপুর থানার এসআই এস, এম, আবু রায়হান তার সঙ্গে ছিলেন।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ পঁচা রাইস ব্রানের সাথে আটা মিশিয়ে ভেজাল মাছের খাবার ও পশুখাদ্য তৈরির দায়ে মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ এর ৪ ও ২০ ধারায় উপজেলা সদরের বুলবুল সিনেমা হলের উত্তরে অপু ট্রেডার্সের মালিক পরিমল কুমারের ৫ হাজার টাকা, মামা ভাগ্না ট্রেডার্সের মালিক রুবেল হোসেনের ২ হাজার টাকা ও দুই ভাই ট্রেডার্সের মালিক লিটন কুমার মন্ডলের ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী সামগ্রী রাখায় মোবাইল কোর্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৫ ধারায় মহাদেবপুর পোষ্ট অফিস মোড়ের তানিয়া ট্রেডার্সের মালিক জিয়াউর রহমানের ২০ হাজার টাকা ও মাক্স ব্যবহার না করায় ১৮৬০ সালের দন্ডবিাধ আইনের ২৬৯ ধারায় সরকারী আদেশ অমান্য করায় আকতার হোসেন নামে এক পথচারীর ১শ’ টাকা জরিমানা করেন।
গত ২২ আগষ্ট কয়েকটি মৎস্য ও পশুখাদ্যের দোকানের গোডাউনে পঁচা রাইস ব্রানের সাথে আটা মিশিয়ে ভেজাল খাদ্য তৈরির সময় লাইভ প্রচার করা হলে তা ভাইরাল হয়। লাইভটি দেখেন ৩১ হাজার জন, লাইক দেন ১৩ হাজার জন, আর কমেন্ট করেন ১৫৮ জন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী ও মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান জানান, মহাদেবপুর দর্পণে লাইভ দেখানোর পর তারা বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়ায় অভিযান পরিচালনা করেন। এক্ষেত্রে সাংবাদিকরা সহায়তা করায় তিনি ধন্যবাদ জানান।
এদিন দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন মহাদেবপুর উপজেলা সদরের মধ্যবাজারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী রাখার দায়ে এশিয়ান কসমেটিক্সের মালিকের ১০ হাজার টাকা জরিমানা করেন।#