মহাদেবপুর দর্পণ, জিল্লুর রহমান, মান্দা (নওগাঁ), ২৩ জানুয়ারী ২০২১ :
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপি একযোগে উদ্বোধনের পর নওগাঁর মান্দায় ৯০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে নবনির্মিত বসতবাড়িসহ দলিলপত্র হস্তান্তর করা হয়েছে। উদ্বোধনের পর সকাল ১০টার দিকে গৃহহীনদের হাতে জমির দলিলসহ অন্যান্য কাগজপত্র হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য দেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি।
এ উপলক্ষে ইউএনও আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা এমদাদুল হক, উপজেলা সহকারি (ভূমি) ইমরানুল হক, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক অ্যাড. নাহিদ মোর্শেদ বাবু, সাবেক আইন বিষয়ক সম্পাদক মির্জা মাহবুব বাচ্চু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী মোর্শেদুল হাসান, যুবউন্নয়ন কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল প্রমুখ।
শেষে উপজেলার ১৪ ইউনিয়নের ৯০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিলপত্র তুলে দেওয়া হয়।#