নওগাঁ ০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ০৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

সাপাহার সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশী যুবক আটক

Spread the love
মহাদেবপুর দর্পণ, বাবুল আকতার, স্টাফ রিপোর্টার, সাপাহার (নওগাঁ), ৫ ফেব্রুয়ারি ২০২৫ :
নওগাঁর সাপাহার সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফের হাতে সিরাজুল ইসলাম (৪২) নামে এক রাখাল যুবক আটক হয়েছে। তিনি উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে বিএসএফ সদস্যরা তাকে ভারতের অভ্যন্তরে আদাতলা সীমান্তের ৪৪/১এস পিলার এলাকা থেকে আটক করে নিয়ে যায়।
আটক সিরাজুলের স্ত্রী এজেলা খাতুন জানান, মঙ্গলবার দিবাগত রাতে সিরাজুল অন্যদের সাথে সীমান্ত পেরিয়ে ভারত অভ্যন্তরে গরু কিনতে যায়। রাত ৩টার দিকে তারা গরু নিয়ে ৪৪/১এস পিলার এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার নাইরকুড়ী বিএসএফ ক্যাম্পের টহল জওয়ানরা তাদের পিছু ধাওয়া করে। এসময় অন্যরা পালিয়ে গেলেও সিরাজুল ইসলাম বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়েন।
এবিষয়ে নওগাঁ ১৬বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে: কর্ণেল সাদিকুর রহমানের সাথে সাংবাদিকদের কথা হলে অসুস্থ্য থাকায় তিনি আদাতলা বিওপি ক্যাম্পের সাথে যোগাযোগ করার পরামর্শ প্রদান করেন। কিন্তু সাপাহার উপজেলার আদাতলা বিওপি ক্যাম্পের সরকারী নম্বরে বার বার কল দিলেও কল রিসিভ না হওয়ায় বিজিবির সাথে কথাবলা সম্ভব হয়নি।
আপলোডকারীর তথ্য

সাপাহার সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশী যুবক আটক

প্রকাশের সময় : ০১:০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
Spread the love
মহাদেবপুর দর্পণ, বাবুল আকতার, স্টাফ রিপোর্টার, সাপাহার (নওগাঁ), ৫ ফেব্রুয়ারি ২০২৫ :
নওগাঁর সাপাহার সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফের হাতে সিরাজুল ইসলাম (৪২) নামে এক রাখাল যুবক আটক হয়েছে। তিনি উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে বিএসএফ সদস্যরা তাকে ভারতের অভ্যন্তরে আদাতলা সীমান্তের ৪৪/১এস পিলার এলাকা থেকে আটক করে নিয়ে যায়।
আটক সিরাজুলের স্ত্রী এজেলা খাতুন জানান, মঙ্গলবার দিবাগত রাতে সিরাজুল অন্যদের সাথে সীমান্ত পেরিয়ে ভারত অভ্যন্তরে গরু কিনতে যায়। রাত ৩টার দিকে তারা গরু নিয়ে ৪৪/১এস পিলার এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার নাইরকুড়ী বিএসএফ ক্যাম্পের টহল জওয়ানরা তাদের পিছু ধাওয়া করে। এসময় অন্যরা পালিয়ে গেলেও সিরাজুল ইসলাম বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়েন।
এবিষয়ে নওগাঁ ১৬বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে: কর্ণেল সাদিকুর রহমানের সাথে সাংবাদিকদের কথা হলে অসুস্থ্য থাকায় তিনি আদাতলা বিওপি ক্যাম্পের সাথে যোগাযোগ করার পরামর্শ প্রদান করেন। কিন্তু সাপাহার উপজেলার আদাতলা বিওপি ক্যাম্পের সরকারী নম্বরে বার বার কল দিলেও কল রিসিভ না হওয়ায় বিজিবির সাথে কথাবলা সম্ভব হয়নি।