নওগাঁ ০২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

সাপাহারে সরকারী হাসপাতাল এলাকা থেকে মোটরসাইকেল চুরি

Spread the love

মহাদেবপুর দর্পণ, বাবুল আকতার, সাপাহার (নওগাঁ), ৩০ ডিসেম্বর ২০১৯ :

সাপাহার সদর হাসপাতাল এলাকা থেকে মূহুর্তের মধ্যে এক লোকের বাজাজ ১০০সিসি মোটর সাইকেল চুরি হয়েছে।

রবিবার বেলা ১১টায় হাসপাতাল বহি:বিভাগের গেট হতে মোটর সাইকেল চুরির ঘটনাটি ঘটেছে।

মোটর সাইকেলের মালিক সূত্রে জানা গেছে, ওই দিন বেলা ১১টার দিকে উপজেলার খোদ্রনালী (কাতিপুর) গ্রামের মো: শামসুল আলম এর ছেলে মো: সাইফুল ইসলাম তার স্ত্রীর চিকিৎসার জন্য হাসপাতালের বহি:বিভাগের গেটের সামনে গাড়ীটি রেখে ভিতরে প্রবেশ করে । তার স্ত্রীকে চিকিৎসকের নিকট হতে চিকিৎসা সেরে গেটে এসে দেখে তার মোটরসাইকেলটি সেখানে নেই।

মূহুর্তে তার মনে কালো মেঘ জমে আশ-পাশে খোজখবর করে কেউ কোন কথা বলতে না পারলে নিরূপায় হয়ে সে স্থানীয় থানায় গিয়ে ওসি তদন্ত মনিরুলকে বিষয়টি জানায়। তার কথা শুনে দু:খ প্রকাশ করে তিনি সাথে সাথে আশেপাশের থানাগুলিতে বার্তা পঠিয়ে দেন।

উল্লেখ্য যে, প্রায় সময় সাপাহার উপজেলার বিভিন্ন স্থান থেকে মাঝে মধ্যেই এ ধরণের মোটর সাইকেল চুরির ঘটনা ঘটছে। উপজেলার বিভিন্ন মোড়ে সিসি ক্যামেরা থাকলেও হাসপাতালের মত গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা না থাকায় অভিজ্ঞ মহল ক্ষোভ প্রকাশ করেছে। #

আপলোডকারীর তথ্য

সাপাহারে সরকারী হাসপাতাল এলাকা থেকে মোটরসাইকেল চুরি

প্রকাশের সময় : ০৭:৪২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
Spread the love

মহাদেবপুর দর্পণ, বাবুল আকতার, সাপাহার (নওগাঁ), ৩০ ডিসেম্বর ২০১৯ :

সাপাহার সদর হাসপাতাল এলাকা থেকে মূহুর্তের মধ্যে এক লোকের বাজাজ ১০০সিসি মোটর সাইকেল চুরি হয়েছে।

রবিবার বেলা ১১টায় হাসপাতাল বহি:বিভাগের গেট হতে মোটর সাইকেল চুরির ঘটনাটি ঘটেছে।

মোটর সাইকেলের মালিক সূত্রে জানা গেছে, ওই দিন বেলা ১১টার দিকে উপজেলার খোদ্রনালী (কাতিপুর) গ্রামের মো: শামসুল আলম এর ছেলে মো: সাইফুল ইসলাম তার স্ত্রীর চিকিৎসার জন্য হাসপাতালের বহি:বিভাগের গেটের সামনে গাড়ীটি রেখে ভিতরে প্রবেশ করে । তার স্ত্রীকে চিকিৎসকের নিকট হতে চিকিৎসা সেরে গেটে এসে দেখে তার মোটরসাইকেলটি সেখানে নেই।

মূহুর্তে তার মনে কালো মেঘ জমে আশ-পাশে খোজখবর করে কেউ কোন কথা বলতে না পারলে নিরূপায় হয়ে সে স্থানীয় থানায় গিয়ে ওসি তদন্ত মনিরুলকে বিষয়টি জানায়। তার কথা শুনে দু:খ প্রকাশ করে তিনি সাথে সাথে আশেপাশের থানাগুলিতে বার্তা পঠিয়ে দেন।

উল্লেখ্য যে, প্রায় সময় সাপাহার উপজেলার বিভিন্ন স্থান থেকে মাঝে মধ্যেই এ ধরণের মোটর সাইকেল চুরির ঘটনা ঘটছে। উপজেলার বিভিন্ন মোড়ে সিসি ক্যামেরা থাকলেও হাসপাতালের মত গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা না থাকায় অভিজ্ঞ মহল ক্ষোভ প্রকাশ করেছে। #