সোমবার (২১ জুন) সকালে নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে নওগাঁ শহরের চারটি স্থানে বিনামূল্যে মাস্ক বিতরণ উদ্বোধন করা হয়। চেম্বারের সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে চেম্বারের পরিচালক এম,এ খালেক, পরিচালক সাজেদুল আলম লাল্ট, সিরাজুল ইসলাম, আবুল কালাম আজাদসহ চেম্বারের কর্মকর্তা ও কমচারীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ী ও মানুষের সচেতনতা বৃদ্ধি করতে এবার ৫০ হাজার মাস্ক বিতরণ করা হবে। বিতরণ চলবে সপ্তাহ ধরে। করোনার ২য় ধাপে জেলার ১১ উপজেলার ব্যবসায়ী ও সাধারণের মধ্যে বিনামুল্যে ৫ লাখ মাস্ক বিতরণ করা হয়েছিল।#