নওগাঁ ০৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

নওগাঁয় চেম্বারের ৫০ হাজার মাস্ক বিতরণ শুরু<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২১ জুন ২০২১ :

সোমবার (২১ জুন) সকালে নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে নওগাঁ শহরের চারটি স্থানে বিনামূল্যে মাস্ক বিতরণ উদ্বোধন করা হয়। চেম্বারের সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় অন্যান্যের মধ্যে চেম্বারের পরিচালক এম,এ খালেক, পরিচালক সাজেদুল আলম লাল্ট, সিরাজুল ইসলাম, আবুল কালাম আজাদসহ চেম্বারের কর্মকর্তা ও কমচারীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ী ও মানুষের সচেতনতা বৃদ্ধি করতে এবার ৫০ হাজার মাস্ক বিতরণ করা হবে। বিতরণ চলবে সপ্তাহ ধরে। করোনার ২য় ধাপে জেলার ১১ উপজেলার ব্যবসায়ী ও সাধারণের মধ্যে বিনামুল্যে ৫ লাখ মাস্ক বিতরণ করা হয়েছিল।#

আপলোডকারীর তথ্য

নওগাঁয় চেম্বারের ৫০ হাজার মাস্ক বিতরণ শুরু<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৯:৫৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২১ জুন ২০২১ :

সোমবার (২১ জুন) সকালে নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে নওগাঁ শহরের চারটি স্থানে বিনামূল্যে মাস্ক বিতরণ উদ্বোধন করা হয়। চেম্বারের সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় অন্যান্যের মধ্যে চেম্বারের পরিচালক এম,এ খালেক, পরিচালক সাজেদুল আলম লাল্ট, সিরাজুল ইসলাম, আবুল কালাম আজাদসহ চেম্বারের কর্মকর্তা ও কমচারীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ী ও মানুষের সচেতনতা বৃদ্ধি করতে এবার ৫০ হাজার মাস্ক বিতরণ করা হবে। বিতরণ চলবে সপ্তাহ ধরে। করোনার ২য় ধাপে জেলার ১১ উপজেলার ব্যবসায়ী ও সাধারণের মধ্যে বিনামুল্যে ৫ লাখ মাস্ক বিতরণ করা হয়েছিল।#