মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১২ নভেম্বর ২০২০ :
বুধবার দিবাগত রাতে নওগাঁর আত্রাই থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৬০ লিটার চোলাইমদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটকরা হলো, উপজেলার বলোরামচক গ্রামের মৃত নাছির সরদারের ছেলে সেলিম সরদার (৩৮), খোলাপাড়া গ্রামের রাজন চৌধুরীর স্ত্রী রেখা রাণী (৩০) ও রাজ শঙ্করের স্ত্রী স্বরসতি রাণী (৩২)।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বলোরামচক ও খোলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়োন্ত্রণ আইনে থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদেরকে নওগাঁ কোর্টে চালান দেয়া হয়।#