নওগাঁ ০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে দি-হাঙ্গার প্রজেক্টের করোনা প্রতিরোধ সভা অনুষ্ঠিত<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কাজী রওশন জাহান, মহাদেবপুর (নওগাঁ), ১২ নভেম্বর ২০২০ :

“সবাই মিলে শপথ করি, করোনাভাইরাস সহনশীল গ্রাম গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে” বুধবার দুপুরে দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ রাজশাহী অঞ্চলের উদ্যোগে নওগাঁর মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে করোনা প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করা হয়।

ইউনিয়ন করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু এতে সভাপতিত্ব করেন।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, উপজেলা কেন্দ্রীয় বাজার জামেহ মসজিদের পেশ ইমাম মাওলানা জিল্লুর রহমান, দি-হাঙ্গার প্রজেক্টের নওগাঁ জেলা সমন্বয়কারী আছির উদ্দিন, মহাদেবপুর ইউনিয়ন সমন্বয়কারী খোরশেদ আলম, পিস প্রেসার গ্রুপ পিপিজির পিস এ্যামবাসাডর মাষ্টার আমজাদ হোসেন, বিকশিত নারী নেটওয়ার্কের নেত্রী কাজী রওশন জাহান, ইয়ুথ লিডার তারেক হাসান প্রমুখ।

সভায় করোনাভাইরাস প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষে সদর ইউনিয়নের দাউল বারবাকপুর কমিউনিটি ক্লিনিক, সারতা কমিউনিটি ক্লিনিক ও বকাপুর কমিউনিটি ক্লিনিকে এন ৯৫ মাস্ক, থার্মোমিটার ও বিপি মেশিন বিতরণ করা হয়।#

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে দি-হাঙ্গার প্রজেক্টের করোনা প্রতিরোধ সভা অনুষ্ঠিত<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৮:৩৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
Spread the love

মহাদেবপুর দর্পণ, কাজী রওশন জাহান, মহাদেবপুর (নওগাঁ), ১২ নভেম্বর ২০২০ :

“সবাই মিলে শপথ করি, করোনাভাইরাস সহনশীল গ্রাম গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে” বুধবার দুপুরে দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ রাজশাহী অঞ্চলের উদ্যোগে নওগাঁর মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে করোনা প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করা হয়।

ইউনিয়ন করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু এতে সভাপতিত্ব করেন।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, উপজেলা কেন্দ্রীয় বাজার জামেহ মসজিদের পেশ ইমাম মাওলানা জিল্লুর রহমান, দি-হাঙ্গার প্রজেক্টের নওগাঁ জেলা সমন্বয়কারী আছির উদ্দিন, মহাদেবপুর ইউনিয়ন সমন্বয়কারী খোরশেদ আলম, পিস প্রেসার গ্রুপ পিপিজির পিস এ্যামবাসাডর মাষ্টার আমজাদ হোসেন, বিকশিত নারী নেটওয়ার্কের নেত্রী কাজী রওশন জাহান, ইয়ুথ লিডার তারেক হাসান প্রমুখ।

সভায় করোনাভাইরাস প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষে সদর ইউনিয়নের দাউল বারবাকপুর কমিউনিটি ক্লিনিক, সারতা কমিউনিটি ক্লিনিক ও বকাপুর কমিউনিটি ক্লিনিকে এন ৯৫ মাস্ক, থার্মোমিটার ও বিপি মেশিন বিতরণ করা হয়।#