মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ৮ নভেম্বর ২০২০ :
রোববার বিকেলে নওগাঁ জেলা ষ্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল এ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের উদ্যোগে জাপান ফুটবল এ্যাসোসিয়েশন (জেএফএ) অনুর্ধ-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের নওগাঁ জোনের খেলার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে ষ্টেডিয়ামে আয়োজিত সমাবেশে নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেষ্টুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আক্তার, জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী তাহমিনা শারমিন প্রমুখ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ মামুন এতে সভাপতিত্ব করেন।
উদ্বোধনী খেলায় রাজশাহী জেলা ফুটবল এ্যাসোসিয়েশন ৪-০ গোলে সিরাজগঞ্জ জেলা ফুটবল এ্যাসোসিয়েশনকে হারিয়ে বিজয়ী হয়।
উল্লেখ্য, এই প্রথম জেলা স্টেডিয়ামে নারী রেফারী দিয়ে পরিচালিত হচ্ছে মেয়েদের ফুটবল টুর্ণামেন্ট। নওগাঁ জোনে রাজশাহী ও রংপুর বিভাগের মোট ৭ টি দল অংশগ্রহণ করছে। আগামী ১১ নভেম্বর এই প্রতিযোগিতার চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে। #