মহাদেবপুর দর্পণ, রায়হান আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, নওগাঁ, ৮ নভেম্বর ২০২০ :
“নীল অর্থনীতি এনে দিবে সমৃদ্ধি” এই প্রতিপাদ্য নিয়ে রোববার সকালে আইডিইবি নওগাঁ জেলা শাখার উদ্যোগে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির সূবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে জাতীয় ও আইডিইবির পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণ্যাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় নওগাঁ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: রমজান আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আইডিইবি নওগাঁ জেলা শাখার সভাপতি একেএম নাজমুল আলম এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ফেরাউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোনায়েম হোসেন, অর্থ সম্পাদক নিজামুল হক প্রমুখ।
শেষে স্থানীয় শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।#