নওগাঁ ০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

আত্রাই সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবীশদের কমিটি গঠন<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ), ২৮ অক্টোবর ২০২০ :

নওগাঁর আত্রাই উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবীশের কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় আয়োজিত জরুরী সভায় নকল নবীশের আগের কমিটি ভেঙে দিয়ে ফারহাদুজ্জামানকে সভাপতি ও আকরাম হোসেনকে সাধারণ সম্পাদক করে তিন বছর মেয়াদে নব নকল নবীশের নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি মো.একরামুল বারী ও মো.ময়নূক ইসলাম, সহ সম্পাদক, মো. ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, প্রচার সম্পাদক মো.জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক মো.ফিরোজ খান, মহিলা বিষয়ক সম্পাদক শ্রীমতী চপলা রানী পাল, কোষাধ্যক্ষ মো.হাফিজুর রহমান, কার্য্যনির্বাহী সদস্য মো.জাফর ইমান, মহাতাব হোসেন, মো.মিজানুর রহমান, মোছা.শিউলি আকতার, মোছা.রাবেয়া সুলতানাসহ সকল নকল নবীশ।

কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন, সাবরেজিস্ট্রার মো: নাজমুল হাসান, আত্রাই দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব কায়েম উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আত্রাই দলিল লেখক কেন্দ্রীয় দাখিল মাদ্রাসার সভাপতি আবুহেনা মোস্তফা কামাল, অফিস সহকারী মো: মকলেছুর রহমান প্রমুখ।#

আপলোডকারীর তথ্য

আত্রাই সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবীশদের কমিটি গঠন<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৮:৩৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
Spread the love

মহাদেবপুর দর্পণ, নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ), ২৮ অক্টোবর ২০২০ :

নওগাঁর আত্রাই উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবীশের কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় আয়োজিত জরুরী সভায় নকল নবীশের আগের কমিটি ভেঙে দিয়ে ফারহাদুজ্জামানকে সভাপতি ও আকরাম হোসেনকে সাধারণ সম্পাদক করে তিন বছর মেয়াদে নব নকল নবীশের নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি মো.একরামুল বারী ও মো.ময়নূক ইসলাম, সহ সম্পাদক, মো. ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, প্রচার সম্পাদক মো.জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক মো.ফিরোজ খান, মহিলা বিষয়ক সম্পাদক শ্রীমতী চপলা রানী পাল, কোষাধ্যক্ষ মো.হাফিজুর রহমান, কার্য্যনির্বাহী সদস্য মো.জাফর ইমান, মহাতাব হোসেন, মো.মিজানুর রহমান, মোছা.শিউলি আকতার, মোছা.রাবেয়া সুলতানাসহ সকল নকল নবীশ।

কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন, সাবরেজিস্ট্রার মো: নাজমুল হাসান, আত্রাই দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব কায়েম উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আত্রাই দলিল লেখক কেন্দ্রীয় দাখিল মাদ্রাসার সভাপতি আবুহেনা মোস্তফা কামাল, অফিস সহকারী মো: মকলেছুর রহমান প্রমুখ।#