মহাদেবপুর দর্পণ, এম,এ,মালেক, ধামইরহাট (নওগাঁ), ২৮ এপ্রিল ২০২০ :
নওগাঁর ধামইরহাটে করোনাভাইরাস পরিস্থিতিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা গৃহবন্দি। এই কিছু দিন আগের কথা। ক্ষুদে শিক্ষার্থীরা তখন প্রতিদিন স্কুলে আসার সময় বাদাম, বারোভাজা ফুচকাসহ কত বায়না ধরে টাকা নিত বাবার কাছ থেকে। ঘরে বন্দি থাকা সেই সব কোমলমতি শিক্ষার্থী এখন শিক্ষা-ক্রীড়া ও বিনোদন বঞ্চিত। সেই মুহুর্তে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ বেতন থেকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়েছেন শুক্রবাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমান স্বপন।
সোমবার সকাল ১০ টায় বিদ্যালয়ের সকল শিক্ষার্থী সামাজিক দুরত্ব বজায় রেখে প্রত্যেকের হাতে ২০০ টাকা করে তুলে দেন তিনি। দেশের এই ক্রান্তিকালে প্রাক-প্রাথমিক পর্যাায় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ১২৫ জন শিক্ষার্থীর হাতে নিজস্ব তহবিল থেকে এই অর্থ প্রদান করেন।
এ সময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলামসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক ইতিপূর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিজ উদ্যোগে রাস্তা ও আমবাগান করে দিয়েছেন। শিক্ষার্থীদের বিনোদনের জন্য কেনা ৪ বিঘা জমিও বিদ্যালয়ে দান করেছেন।
সমাজে এমনও অনেক পরিবার আছে যারা কারও কাছে হাত পেতে চাইতে পারেন না। এই চিন্তা মাথায় রেখে এই উদ্যোগ বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায় বলেন, প্রধান শিক্ষক মাসুদুর রহমান স্বপন অত্যন্ত প্রশংসনীয় ও যুগোপযোগী কাজ করেছেন। শুধু শুক্রবাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকই নয়, অন্যান্য বিদ্যালয়ের স্বাবলম্বী শিক্ষকরা ও সমাজের প্রতিটি বিত্তবান মানুষকে দেশের এই মাহমারীতে এগিয়ে আসা উচিৎ। তিনি তাকে অভিনন্দন জানান। কারণ তিনি আরও অনেকের প্রেরণার উৎস হবেন। #