নওগাঁ ০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

পোরশায় থানা পুলিশের ত্রাণ বিতরণ

মহাদেবপুর দর্পণ, এম,রইচ উদ্দিন, পোরশা (নওগাঁ), ২ এপ্রিল ২০২০ :

নওগাঁর পোরশা থানা পুলিশের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে বাড়িতে থাকা কর্মহীন ১০০ জন দু:স্থের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা ১১ টায় থানা চত্ত্বরে স্থানীয় পুলিশের নিজ উদ্যোগে এই ত্রাণ বিতরণ করেন সাপাহার সর্কেলের সহকারী পুলিশ সুপার বিনয় কুমার।

প্রত্যেককে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম তেল ও ১ টি করে সাবান প্রদান করা হয়।

এসময় পোরশা থানার অফিসার ইনচার্জ ওসি শাহিনুর রহমান, এসআই শাহীন চৌধুরী, এসআই শীতল কুমার, এসআই সাখাওয়াত ইসলাম, এসআই আতিকুল ইসলাম, এসআই এরশাদ আলী, এসআই রোস্তম আলী, এএসআই সাজ্জাদ হোসেন, এএসআই আব্দুল মজিদ, এএসআই সানোয়ার হোসেন, পিএসআই সোহাইল হোসেন, পিএসআই রাশেদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। #

আপলোডকারীর তথ্য

পোরশায় থানা পুলিশের ত্রাণ বিতরণ

প্রকাশের সময় : ০৮:৩৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০

মহাদেবপুর দর্পণ, এম,রইচ উদ্দিন, পোরশা (নওগাঁ), ২ এপ্রিল ২০২০ :

নওগাঁর পোরশা থানা পুলিশের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে বাড়িতে থাকা কর্মহীন ১০০ জন দু:স্থের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা ১১ টায় থানা চত্ত্বরে স্থানীয় পুলিশের নিজ উদ্যোগে এই ত্রাণ বিতরণ করেন সাপাহার সর্কেলের সহকারী পুলিশ সুপার বিনয় কুমার।

প্রত্যেককে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম তেল ও ১ টি করে সাবান প্রদান করা হয়।

এসময় পোরশা থানার অফিসার ইনচার্জ ওসি শাহিনুর রহমান, এসআই শাহীন চৌধুরী, এসআই শীতল কুমার, এসআই সাখাওয়াত ইসলাম, এসআই আতিকুল ইসলাম, এসআই এরশাদ আলী, এসআই রোস্তম আলী, এএসআই সাজ্জাদ হোসেন, এএসআই আব্দুল মজিদ, এএসআই সানোয়ার হোসেন, পিএসআই সোহাইল হোসেন, পিএসআই রাশেদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। #