মহাদেবপুর দর্পণ, এম,রইচ উদ্দিন, পোরশা (নওগাঁ), ২ এপ্রিল ২০২০ :
নওগাঁর পোরশা থানা পুলিশের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে বাড়িতে থাকা কর্মহীন ১০০ জন দু:স্থের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১১ টায় থানা চত্ত্বরে স্থানীয় পুলিশের নিজ উদ্যোগে এই ত্রাণ বিতরণ করেন সাপাহার সর্কেলের সহকারী পুলিশ সুপার বিনয় কুমার।
প্রত্যেককে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম তেল ও ১ টি করে সাবান প্রদান করা হয়।
এসময় পোরশা থানার অফিসার ইনচার্জ ওসি শাহিনুর রহমান, এসআই শাহীন চৌধুরী, এসআই শীতল কুমার, এসআই সাখাওয়াত ইসলাম, এসআই আতিকুল ইসলাম, এসআই এরশাদ আলী, এসআই রোস্তম আলী, এএসআই সাজ্জাদ হোসেন, এএসআই আব্দুল মজিদ, এএসআই সানোয়ার হোসেন, পিএসআই সোহাইল হোসেন, পিএসআই রাশেদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। #