মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ১ এপ্রিল ২০২০ :
বুধবার দুপুরে নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে ১১ টি উপজেলায় করোনাভাইরাসের ফলে কর্মহীন হয়ে পড়া ১ হাজার ৫০০ জনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিজনের জন্য এক সপ্তাহ চলার মত ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল ও সাবান বিতরণ করা হয়।
পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম এর নির্দেশনায় টিম নওগাঁর সদস্যরা স্বপ্রণোদিত হয়ে নিজস্ব বেতন-ভাতার অর্থ থেকে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ নেন।
জেলার সদর, মহাদেবপুর, পত্নীতলা, ধামইরহাট, সাপাহার, পোরশা, নিয়ামতপুর, মান্দা, বদলগাছী, আত্রাই ও রাণীনগর থানা প্রাঙ্গনে এসব বিতরণের আয়োজন করা হয়।
বেলা ১১ টায় নওগাঁ সদর মডেল থানা চত্ত্বরে কর্মসুচীর উদ্বোধন করেন পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, রাকিবুল আকতার ও ফারজানা হোসেন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন প্রমুখ।
পুলিশ সুপার বলেন, করোনার সময় মানুষদের ঘরে রাখার দায়িত্ব হলেও সামাজিক দায়বদ্ধতা থেকে পুলিশ এগিয়ে এসেছে। বেঁচে থাকার জন্য দামী খাবার দিতে না পারলেও নুন্যতম খাবার দিতে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি সরকারি নির্দেশ পালন করে জনসাধারণদের ঘরে থাকার অনুরোধ জানান।
খাদ্য সামগ্রী বিতরণের সময় সামাজিক দূরত্ব যেন সঠিকভাবে অনুসরণ করা হয় সে বিষয়ের প্রতি ল্য রাখা হয়। পরবর্তীতে বৃহৎ পরিসরে এ উদ্যোগ পরিচালনা করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। #