মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৩১ মার্চ ২০২০ :
সোমবার দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্মহীন মানুষের মধ্যে খাবার সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন জানান, উপজেলার ১০ টি ইউনিয়নে করোনাভাইরাসের কারণে দোকান, হোটেল, চায়ের ষ্টল প্রভৃতি বন্ধ থাকার ফলে সেসব মানুষ কর্মহীন হয়ে পড়েছেন, তাদেরকে সহায়তার জন্য ১ মেট্রিক টন চাল ও ১ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এই বরাদ্দ থেকে ৯০ টি ওয়ার্ডের প্রতিটিতে ১০ জন করে মোট ৯০০ জন ও উপজেলা সদরে ১০০ জনসহ মোট ১ হাজার জনের মধ্যে খাবার সামগ্রী বিতরণ করা হবে। প্রতিজনের জন্য থাকবে ১০ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি মসুরের ডাল ও একটি করে সাবান।
সোমবার দুপুরে পাঁচটি মিনি ট্রাকে করে প্রতিটিতে ১০০ টি করে মোট ৫০০ টি প্যাকেট উপজেলার রাইগাঁ, চেরাগপুর, ভীমপুর, এনায়েতপুর ও হাতুড় ইউনিয়নে পাঠানো হয়। প্রতিটি ইউনিয়নের জন্য একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। তাদের উপস্থিতিতে স্বেচ্ছাসেবক সদস্যরা এসব বিতরণ করেন।
খাদ্য সামগ্রী বিতরণের জন্য ওয়ার্ড মেম্বারদের কাছ থেকে অগ্রাধিকার তালিকা নিয়ে ইউপি চেয়ারম্যানরা নিজ নিজ ইউনিয়নের তালিকা তৈরী করেছেন। সেই তালিকা অনুযায়ী খাবার বিতরণ করা হয় বলেও ইউএনও জানান।
সকালে খাবার সামগ্রী বিতরণের জন্য প্রস্তুত করার সময় উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, ইউএনও, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল, বিভিন্ন ইউপির চেয়ারম্যান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুপুরে এনায়েতপুর ইউনিয়নে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও।
মঙ্গলবার মহাদেবপুর সদর, খাজুর, চাঁন্দাশ, সফাপুর ও উত্তরগ্রাম ইউনিয়নে এসব সামগ্রী বিতরণ করা হবে। #