মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৩০ মার্চ ২০২০ :
মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি গৌতম কুমার মহন্ত গত শুক্রবার দিবাগত রাত থেকে অসুস্থ্য। পেটে ও বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করলে শনিবার সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তাররা জানান, তার পিত্তথলিতে পাথর হয়েছে। জরুরী ভিত্তিতে অপারেশন করতে হবে। এজন্য তাকে রাজশাহী নেয়ার প্রস্তুতি গ্রহণ করা হয়। কিন্তু খোঁজ নিয়ে রাজশাহীর কোথাও ডাক্তাররা এখন অপারেশন করতে রাজী হননি। তাঁরা জানান, করোনাভাইরাসের কারণে ডাক্তাররা নিয়মিত হাসপাতালে যেতে পারছেন না। অন্তত এক সপ্তাহ পর অপারেশন করার পরামর্শ দেন তারা।
পরামর্শ অনুযায়ী সাংবাদিক গৌতম এখন ইসলামী ব্যাংক হাসপাতাল রাজশাহীর ডাক্তার আবু বক্কর সিদ্দিকের তত্ত্বাবধানে নিজ বাড়ীতে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি সহকর্মী, সুধীমহল ও সর্বস্তরের মানুষের দোওয়া চেয়েছেন। #