মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৪ মার্চ ২০২০ :
রবিবার বিকেলে নওগাঁর মহাদেবপুর প্রেসক্লাবের উদ্যোগে করোনা প্রতিরোধে ২০০ উন্নতমানের মাস্ক বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্ত্বরে উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদনের মুখে মাস্ক পড়িয়ে দিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি গৌতম কুমার মহন্ত। এছাড়া ইউএনও মিজানুর রহমান মিলন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি,
এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিঞাসহ বিভিন্ন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তি, সাধারণ মানুষ ও নিজেদের মধ্যে এসব মাস্ক বিতরণ করা হয়।
অন্যদের মধ্যে বিতরণে অংশ নেন, সিনিয়র সহ-সভাপতি কিউ,এম,সাঈদ টিটো, সহ-সভাপতি লিয়াকত আলী বাবলু, সাধারণ সম্পাদক এস,এম,আজাদ হোসেন মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সামছুজ্জোহা মিলন, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী সুমন, প্রচার সম্পাদক আমিনুর রহমান খোকন, কোষাধ্যক্ষ আইনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য বরুণ মজুমদার, আক্কাস আলী, সদস্য মাহবুব আলম, অসিত দাস প্রমুখ। #