মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, নওগাঁ, ১৬ মার্চ ২০২০ :
কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানের উপর নির্মম নির্যাতন ও মিথ্যা মামলায় সাজা প্রদানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সোমবার দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনে জেলা প্রেসক্লাবের উদ্যোগে ঘন্টা কালব্যাপী মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।
জেলার প্রিন্ট ও ইলেস্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা এতে অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি নবির উদ্দিন, সাবেক সভাপতি ইমদাদুল হক সুমন, সিনিয়র সাংবাদিক সাদেকুল ইসলাম, যুগ্ম সম্পাদক এম আর রকি, মাহমুদুন নবী বেলাল, সাংবাদিক মোফাজ্জল হোসেন, আব্দুর রউফ পাভেল, সবুজ হোসেন প্রমুখ।
বক্তারা সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে মিথ্যা মামলায় সাজা দেয়া ও নির্যাতনকারী কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীন ও আরডিসি নাজিম উদ্দিনসহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান। #