
মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৩১ আগস্ট ২০২৩ :
নওগাঁর মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়নের ফরমানপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করেছে। চারতলা ভিত দিয়ে প্রথম পর্যায়ে এক তলা ভবন নির্মাণ করা হয়েছে। এজন্য ব্যয় হয়েছে ৮৫ লক্ষ টাকা।
