নওগাঁ ০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

নওগাঁয় বাস চলেছে কম : বেড়েছে যাত্রীদের দুর্ভোগ<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৬ আগষ্ট ২০২২ :

তেলের দাম বাড়ায় সারাদেশের মত নওগাঁয় অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস-ট্রাক চলাচল করছে কম। এতে বেড়েছে সাধারণ যাত্রীদের দুর্ভোগ। বাস মালিক শ্রমিক সমিতির নেতারা বলছেন, বেশি দামে তেল কিনে আগের ভাড়ায় গাড়ি চালানো সম্ভব নয়। সরকার তেলের দাম বাড়িয়েছে, কিন্তু বাস ভাড়া বাড়ানোর ঘোষণা দেয়নি।

শনিবার (৬ আগষ্ট) শহরের ঢাকা বাসস্ট্যান্ড ও বালুডাঙা বাসস্ট্যান্ডে সকাল থেকেই সারিবদ্ধভাবে রাখা হয়েছে বাসগুলো। কিছু বাস চলাচল করলেও দুপুর থেকে কোনো বাসই নওগাঁ থেকে ছেড়ে যায়নি। কাউন্টারের সামনে যাত্রীদের ভিড় করতে দেখা গেছে।

মো. বিপ্লব ঢাকার মতিঝিল এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। তিনি বলেন, শনিবার সকাল ১১টার দিকে ঢাকা বাসস্ট্যান্ডে আসেন। তেলের দাম বাড়ানোর ফলে রাস্তায় বাসের পরিমাণ কম। দুই ঘন্টা কাউন্টার কাউন্টারে ঘুরে কোনও বাস না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন তিনি।

বাস মালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম বলেন, জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেওয়ার কারণে রাতে পেট্রোল পাম্পগুলো তেল দেয়নি। সরকার জ্বালানি তেলের দাম ৪২ শতাংশ বৃদ্ধি করেছে। এত দাম দিয়ে জ্বালানি কিনে একই ভাড়ায় আমাদের পক্ষে গাড়ি চালানো সম্ভব না। কারণ তেলের দাম বাড়ার ফলে যা ভাড়া আসবে তার সব টাকা পেট্রোল পাম্পে দিয়ে আসতে হবে। এতে করে শ্রমিকের বেতনও হবে না, গাড়ির কিস্তিও হবে না। এই কারণে গাড়ি সীমিত চালানোটাই ভালো।

তিনি বলেন, তেলের দাম বাড়িয়েছে কিন্তু বাস ভাড়া বৃদ্ধির কোনো ঘোষণা দেয়নি সরকার। ফলে সকাল থেকে গাড়ির চালক ও হেলপার যদি যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া নিতে যায় তখন যাত্রীদের সঙ্গে মারামারি, হাঙ্গামা হবে। এর থেকে গাড়ি চলাচল সীমিত রাখা ভালো।

যান চলাচলে সীমিত কেন জানতে চাইলে নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউজ্জামান মতি বলেন, আমাদের কোনও পাম্প তেল দিচ্ছে না। তেল ছাড়া কিভাবে গাড়ি চলবে। এ কারণে নওগাঁয় ডিজেলচালিত বাস চলাচল সীমিত রয়েছে। তেলের দাম বেড়েছে, কিন্তু ভাড়া বাড়েনি। তাই ভাড়া পুননির্ধারণ না হওয়া পর্যন্ত জ্বালানি তেলে চলে এমন বাস চলাচল সীমিত চলাচল করছে।

উল্লেখ্য, শুক্রবার (৫ আগস্ট) রাত ১২টা থেকে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের পুননির্ধারিত দাম কার্যকর হয়েছে। ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য লিটার প্রতি ডিজেল ও কেরোসিন ১১৪টাকা, লিটার প্রতি অকটেন ১৩৫ টাকা ও লিটার প্রতি পেট্রোল ১৩০ টাকা করা হয়। এতদিন কেরোসিন ও ডিজেল প্রতি লিটার ৮০ টাকা, অকটেন প্রতি লিটার ৮৯ টাকা এবং পেট্রোল প্রতি লিটার ৮৬ টাকা বিক্রি হচ্ছিল।#

আপলোডকারীর তথ্য

সর্বোচ্চ পঠিত

নওগাঁয় বাস চলেছে কম : বেড়েছে যাত্রীদের দুর্ভোগ<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০২:৩৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৬ আগষ্ট ২০২২ :

তেলের দাম বাড়ায় সারাদেশের মত নওগাঁয় অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস-ট্রাক চলাচল করছে কম। এতে বেড়েছে সাধারণ যাত্রীদের দুর্ভোগ। বাস মালিক শ্রমিক সমিতির নেতারা বলছেন, বেশি দামে তেল কিনে আগের ভাড়ায় গাড়ি চালানো সম্ভব নয়। সরকার তেলের দাম বাড়িয়েছে, কিন্তু বাস ভাড়া বাড়ানোর ঘোষণা দেয়নি।

শনিবার (৬ আগষ্ট) শহরের ঢাকা বাসস্ট্যান্ড ও বালুডাঙা বাসস্ট্যান্ডে সকাল থেকেই সারিবদ্ধভাবে রাখা হয়েছে বাসগুলো। কিছু বাস চলাচল করলেও দুপুর থেকে কোনো বাসই নওগাঁ থেকে ছেড়ে যায়নি। কাউন্টারের সামনে যাত্রীদের ভিড় করতে দেখা গেছে।

মো. বিপ্লব ঢাকার মতিঝিল এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। তিনি বলেন, শনিবার সকাল ১১টার দিকে ঢাকা বাসস্ট্যান্ডে আসেন। তেলের দাম বাড়ানোর ফলে রাস্তায় বাসের পরিমাণ কম। দুই ঘন্টা কাউন্টার কাউন্টারে ঘুরে কোনও বাস না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন তিনি।

বাস মালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম বলেন, জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেওয়ার কারণে রাতে পেট্রোল পাম্পগুলো তেল দেয়নি। সরকার জ্বালানি তেলের দাম ৪২ শতাংশ বৃদ্ধি করেছে। এত দাম দিয়ে জ্বালানি কিনে একই ভাড়ায় আমাদের পক্ষে গাড়ি চালানো সম্ভব না। কারণ তেলের দাম বাড়ার ফলে যা ভাড়া আসবে তার সব টাকা পেট্রোল পাম্পে দিয়ে আসতে হবে। এতে করে শ্রমিকের বেতনও হবে না, গাড়ির কিস্তিও হবে না। এই কারণে গাড়ি সীমিত চালানোটাই ভালো।

তিনি বলেন, তেলের দাম বাড়িয়েছে কিন্তু বাস ভাড়া বৃদ্ধির কোনো ঘোষণা দেয়নি সরকার। ফলে সকাল থেকে গাড়ির চালক ও হেলপার যদি যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া নিতে যায় তখন যাত্রীদের সঙ্গে মারামারি, হাঙ্গামা হবে। এর থেকে গাড়ি চলাচল সীমিত রাখা ভালো।

যান চলাচলে সীমিত কেন জানতে চাইলে নওগাঁ মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউজ্জামান মতি বলেন, আমাদের কোনও পাম্প তেল দিচ্ছে না। তেল ছাড়া কিভাবে গাড়ি চলবে। এ কারণে নওগাঁয় ডিজেলচালিত বাস চলাচল সীমিত রয়েছে। তেলের দাম বেড়েছে, কিন্তু ভাড়া বাড়েনি। তাই ভাড়া পুননির্ধারণ না হওয়া পর্যন্ত জ্বালানি তেলে চলে এমন বাস চলাচল সীমিত চলাচল করছে।

উল্লেখ্য, শুক্রবার (৫ আগস্ট) রাত ১২টা থেকে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের পুননির্ধারিত দাম কার্যকর হয়েছে। ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য লিটার প্রতি ডিজেল ও কেরোসিন ১১৪টাকা, লিটার প্রতি অকটেন ১৩৫ টাকা ও লিটার প্রতি পেট্রোল ১৩০ টাকা করা হয়। এতদিন কেরোসিন ও ডিজেল প্রতি লিটার ৮০ টাকা, অকটেন প্রতি লিটার ৮৯ টাকা এবং পেট্রোল প্রতি লিটার ৮৬ টাকা বিক্রি হচ্ছিল।#