নওগাঁর ধামইরহাটে উপজেলা আওয়ামী লীগের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ আগষ্ট) ধামইরহাট ভবনে আয়োজিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন এতে সভাপতিত্ব করেন।
সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে সহ-সভাপতি আবু হানিফ, মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, শাহজাহান আলী, দপ্তর সম্পাদক আবু তালেব, আইন বিষয়ক সম্পাদক মোফাজ্জল হক, মহিলা আওয়ামী লীদের সভাপতি আনজু আরা, সাধারণ সম্পাদক আরজিনা পাারভীন, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুকিত কল্লোল, সাধারণ সম্পাদক প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা, খেলনা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হোসেন, ধামইরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামানসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আগামী নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। তিনি অসমাপ্ত ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন।#