মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১২ ডিসেম্বর ২০১৯ :
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিনের আবেদন খারিজের পর পরই নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির উদ্যোগে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: রবিউল আলম বুলেট, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, বিএনপি নেতা আফতাব উদ্দিন, আমিনুল ইসলাম আমিন, যুবদল নেতা শাহাদৎ হোসেন শান্ত, ছাত্রদল নেতা কাজী সামসুজ্জোহা মিলন প্রমুখ মিছিলে নেতৃত্ব দেন।
পরে বাসস্ট্যান্ডে আয়োজিত সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট বক্তব্য দেন।
তিনি বলেন, আমরা দেশের সর্র্বোচ্চ আদালত থেকে ন্যয় বিচার পাইনি। দেশের তিন বারের প্রধানমন্ত্রী, স্বাধীনতার মহান ঘোষক, নেতৃত্বদানকারী একজন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ রাষ্ট্রপতির স্ত্রী মাত্র দুই কোটি টাকার মিথ্যা মামলায় জেলে বন্দী থাকতে পারেন না। দেশের আপামর মেহনতি মানুষ গণ-আন্দোলনের মাধ্যমে অচিরেই তাকে মুক্ত করে আনবে ইনশআল্লাহ। #