মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২১ এপ্রিল ২০২১ :
নওগাঁর ১১ উপজেলায় এবার প্রাকৃতিক দুর্যোগ কম থাকায় ধানের ভালো ফলন পাওয়ার আশা করছেন কৃষকরা। পাকা ধান ঘরে তুলতে অনেকেই কাস্তে হাতে ব্যস্ত সময় পার করছেন। ঘামঝরা শ্রমের ফসল ঘরে তুলতে কৃষকের যেন উচ্ছ্বাসের নেই কমতি।
দিগন্ত জোড়া মাঠে যতদূর চোখ যায় শুধু ধান আর ধান। বিল এলাকার বিস্তৃত মাঠে আগাম লাগানো ব্রিরি-৯০ ধান কলাপাকা হয়ে দুলছে। তবে দেশব্যাপী চলা ‘কঠোর লকডাউনের’ কারণে দূরের শ্রমিক না আসায় নওগাঁয় পাকা ধান কেটে ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।
কৃষি বিভাগের সুত্রমতে হেক্টর প্রতি ৪ দশমিক ২০ মেট্রিক টন হিসেবে এ বছর জেলায় মোট ৭ লক্ষ ৮৮ হাজার ৫শ ৯২ মেট্রিক টন চাল উৎপাদিত হবে বলে প্রত্যাশা করা যাচ্ছে।
কৃষি বিভাগের সুত্র অনুযায়ী এ বছর জেলায় মোট ১ লক্ষ ৮৭ হাজার ৭শ ৬০ হেক্টর জমিতে বোরো ধানের উৎপাদন হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৭ হাজার ৯শ ৯০ হেক্টর, রানীনগর উপজেলায় ১৮ হাজার ৮শ হেক্টর, আত্রাই উপজেলায় ১৮ হাজার ৪শ হেক্টর, বদলগাছি উপজেলায় ১১ হাজার ৭শ ৫০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ২৮ হাজার ৩শ ৭০ হেক্টর, পত্নীতলা উপজেলায় ১৯ হাজার ৬শ ৫০ মেট্রিক টন, ধামইরহাট উপজেলায় ১৮ হাজার ৬শ ৫ হেক্টর, সাপাহার উপজেলায় ৫ হাজার ২শ ৩০ হেক্টর, পোরশা উপজেলায় ৮ হাজার ৫০ হেক্টর , মান্দা উপজেলায় ১৯ হাজার ৯শ ৩০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ২০ হাজার ৯শ ৮৫ হেক্টর।
দ্রত ধান কেটে তোলার জন্য যান্ত্রিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন কৃষি কর্মকর্তা মো. শামসুল ওয়াদুদ। আর জেলার বাইরে থেকে শ্রমিক আনার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা পুলিশ সুপার মো. আব্দুল মান্নান মিয়া।#