নওগাঁ ০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

দরকার মানষিকতার পরিবর্তন : মহাদেবপুর ইউএনও<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, মহাদেবপুর (নওগাঁ), ১৯ এপ্রিল ২০২১ :

সোমবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় নওগাঁর মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান তার ফেসবুক একাউন্টে চলমান করোনাভাইরাস মোকাবিলায় লকডাউন সম্পর্কে এক বাস্তব অভিজ্ঞতার কথা জ্ঞানগর্ভের সাথে বর্ণনা করেছেন। তার পোষ্টটি মহাদেবপুর দর্পণের অগণিত পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো :

১০১
১০১
১০২
১১২
গত চারদিনের মৃত্যুর ধারাবাহিকতা।
ধারাবাহিকভাবেই বেড়ে যাচ্ছে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা। গত তিনদিন গানিতিকহারে বৃদ্ধির পর আজ অনেকটাই জ্যামিতিক।
আজ মোবাইল কোর্ট করার সময় স্বপরিবারে এক দম্পতি পেলাম মোটরসাইকেলে এবং যথারীতি মাস্কবিহীনভাবেই। মাস্ক না পরার পিছনে অকাট্য যুক্তি দার করানোর চেষ্টা করলেন। মোটরসাইকেলের পিছনে আসনরত তার স্ত্রীর যুক্তি আরো অকাট্য। পরিচয় নিয়ে জানলাম উক্ত ব্যক্তি কোন এক মসজিদে জুমার দিনে ইমামতি করেন। যিনি নিজেই মাস্ক পড়ছেন না, তিনি মুসল্লীদের মাস্কের বিষয়ে কতটুকু বলবেন, আমি সন্দিহান। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আগামী জুমআয় উক্ত মসজিদে নামাজ পড়ে পর্যবেক্ষন করার নির্দেশ দেয়া হলো।
আসলে দরকার মানসিকতার পরিবর্তন। নিজে না চাইলে আমরা চেষ্টা করে কতটুকু পরিবর্তন আনতে পারবো তা প্রশ্নসাপেক্ষ। একজন মানুষের মাঝে যদি হার না মানা মানসিকতা একবার ডেভেলপ হয়, তাহলে তার পক্ষে কিছুই অসম্ভব নয়। সেই অপেক্ষাতেই আছি আমরা।
নামকরা সফল উদ্যোক্তা ও বেস্ট সেলিং লেখক টনি রবিন্স এর উক্তি, ” একজন মানুষের সাফল্যের পেছনে তার মানসিকতার কৃতিত্ব ৮০% “
দরকার শুধু মানসিকতার পরিবর্তন, তাহলেই আমরা করোনামুক্ত সমাজে থাকতে পারবো ইনশাআল্লাহ।#
আপলোডকারীর তথ্য

দরকার মানষিকতার পরিবর্তন : মহাদেবপুর ইউএনও<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০১:২৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, মহাদেবপুর (নওগাঁ), ১৯ এপ্রিল ২০২১ :

সোমবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় নওগাঁর মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান তার ফেসবুক একাউন্টে চলমান করোনাভাইরাস মোকাবিলায় লকডাউন সম্পর্কে এক বাস্তব অভিজ্ঞতার কথা জ্ঞানগর্ভের সাথে বর্ণনা করেছেন। তার পোষ্টটি মহাদেবপুর দর্পণের অগণিত পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো :

১০১
১০১
১০২
১১২
গত চারদিনের মৃত্যুর ধারাবাহিকতা।
ধারাবাহিকভাবেই বেড়ে যাচ্ছে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা। গত তিনদিন গানিতিকহারে বৃদ্ধির পর আজ অনেকটাই জ্যামিতিক।
আজ মোবাইল কোর্ট করার সময় স্বপরিবারে এক দম্পতি পেলাম মোটরসাইকেলে এবং যথারীতি মাস্কবিহীনভাবেই। মাস্ক না পরার পিছনে অকাট্য যুক্তি দার করানোর চেষ্টা করলেন। মোটরসাইকেলের পিছনে আসনরত তার স্ত্রীর যুক্তি আরো অকাট্য। পরিচয় নিয়ে জানলাম উক্ত ব্যক্তি কোন এক মসজিদে জুমার দিনে ইমামতি করেন। যিনি নিজেই মাস্ক পড়ছেন না, তিনি মুসল্লীদের মাস্কের বিষয়ে কতটুকু বলবেন, আমি সন্দিহান। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আগামী জুমআয় উক্ত মসজিদে নামাজ পড়ে পর্যবেক্ষন করার নির্দেশ দেয়া হলো।
আসলে দরকার মানসিকতার পরিবর্তন। নিজে না চাইলে আমরা চেষ্টা করে কতটুকু পরিবর্তন আনতে পারবো তা প্রশ্নসাপেক্ষ। একজন মানুষের মাঝে যদি হার না মানা মানসিকতা একবার ডেভেলপ হয়, তাহলে তার পক্ষে কিছুই অসম্ভব নয়। সেই অপেক্ষাতেই আছি আমরা।
নামকরা সফল উদ্যোক্তা ও বেস্ট সেলিং লেখক টনি রবিন্স এর উক্তি, ” একজন মানুষের সাফল্যের পেছনে তার মানসিকতার কৃতিত্ব ৮০% “
দরকার শুধু মানসিকতার পরিবর্তন, তাহলেই আমরা করোনামুক্ত সমাজে থাকতে পারবো ইনশাআল্লাহ।#