মহাদেবপুর দর্পণ, শহীদুল ইসলাম জি, এম, মিঠন, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ২০ ফেব্রুয়ারী ২০২১ :
শনিবার সকালে নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে সংগঠনের নওগাঁ জেলা কমিটির উদ্যোগে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক বানিজ্য মন্ত্রী আব্দুল জলিল ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা মো: আব্দুল মালেক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নওগাঁ জেলা শাখার আহ্বায়ক বিভাস মজুমদার গোপাল, যুগ্ম আহ্বায়কক রোকনুদ্দৌলা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ওমর ফারুক সুমন, মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভিন আক্তার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির রহমান রেজভী প্রমুখ এতে উপস্থিত ছিলেন।#