মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৩০ জানুয়ারী ২০২১ :
বয়স নব্বইয়ের কোঠায়। কোনোরকম চোখে দেখতে পেলেও কানে খুবই কম শোনেন লবির সরদার। বয়সের ভারে তিনি অনেকটা ন্যুব্জ হয়ে পড়েছেন। তার এক হাতে লাঠি, আরেক হাত নাতি সাইফ সরদারের কাঁধে। এভাবেই শনিবার (৩০ জানুয়ারী) দুপুরে ভোট দিতে ভোটকেন্দ্রে আসেন তিনি।
নওগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চকরামপুর শিয়ালা পাড়ার বাসিন্দা লবির সরদার। নাতির কাঁধের ভর করে শনিবার দুপুর ১টার দিকে তিনি পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসেছিলেন। এরপর কেন্দ্রের ১ নম্বর কক্ষে ৮ নম্বর বুথে ভোট দেন।
লবির সরদার বলেন, ‘এ জীবনে অনেক বার ভোট দিয়েছি। আর ভোট দিতে পারব কি-না জানি না। হতে পারে এটাই জীবনের শেষ ভোট। তবে যেই জিতুক হোক, এলাকার যেন উন্নয়ন হয়।’
পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার সেকেন্দার আলী খান বলেন, ‘এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ২৩১ জন। যেখানে বুথের সংখ্যা ১২টি।’#