মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১৮ নভেম্ব ২০২০ :
সড়কে শ্রমিকদের চাঁদাবাজি ও রুট নিয়ন্ত্রণের অভিযোগে নওগাঁয় অভ্যন্তরীণ সকল রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বাস মালিক সমিতির নেতারা। বুধবার সারাদিন কোন যাত্রীবাহী বাস চলেনি। কোন আগাম ঘোষণা না দিয়ে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।
নওগাঁ বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে কথা বলে জানা গেছে, চাঁদাবাজি ও সড়ক নিয়ন্ত্রণ নিয়ে পাবনা ও কিশোরগঞ্জের শ্রমিকদের সাথে নওগাঁর বাস মালিকদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। পাবনা ও কিশোরগঞ্জ রুটে নওগাঁ জেলার কোনো পরিবহণ ছিল না। সম্প্রতি ওই দুটি রুটে নওগাঁ শ্রমিক ইউনিয়নের দুটি বাস চলাচল শুরু হয়। কিন্তু পাবনার নব নির্বাচিত শ্রমিক নেতারা নওগাঁ, পাবনা ও কিশোরগঞ্জ রুট দখলের চেষ্টা করলে দ্বন্দ্ব চরমে ওঠে।
নওগাঁ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, নওগাঁ শ্রমিক ইউনিয়ন দুটি বাস কিনে পাবনা ও কিশোরগঞ্জ রুটে চালানোর চেষ্টা করলে গত ১২ নভেম্বর বিভাগীয় কমিটি পাবনা রুটে একটি বাস চালানোর অনুমতি দেয়। কিন্তু তারপরও পাবনা থেকে বাস চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। গত রোববার (১৫ নভেম্বর) শ্রমিকরা পাবনাতে আমাদের রুট দখলে নেয় এবং আমাদের বাস চলাচল বন্ধ করে দেয়। এছাড়া রুট নিয়ন্ত্রণের নামে তারা চাঁদা দাবি করেন বলেও অভিযোগ করেন এই বাস মালিক নেতা।
সমস্যার দ্রুত সমাধান না হলে নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচলও বন্ধ করা হবে এবং আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।
শ্রমিক নেতারা হঠাৎ বাস চলাচল বন্ধ করাকে একটি হঠকারী সিদ্ধান্ত বলে উল্লেখ করে অবিলম্বে বাস চলাচল শুরু করে সাধারণ যাত্রীদের হয়রানী বন্ধ ও খেটে খাওয়া গরীব শ্রমিকদের দূর্দশা লাঘবের দাবী জানান।#