মহাদেবপুর দর্পণ, নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ), ২ এপ্রিল ২০২০ :
করোনাভাইরাসের কারণে ঘরে থাকা অসহায় দু:স্থ ও দরিদ্র পরিবারকে খুঁজে বের করে তাদের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আত্রাই থানা পুলিশের সদস্যরা। পুলিশ সুপার ইন্জিনিয়ার মো: আবদুল মান্নান মিঞা বিপিএম এগুলো বিতরণ করা হয়।
পুলিশ সুপারের ব্যক্তিগত তহবিলের অর্থ দিয়েই কেনা হচ্ছে নিত্য প্রযোজনীয় চাল, ডাল, আলু, তেল, সাবান, লবন সহ বিভিন্ন খাদ্য দ্রব্য।
বুধবার সকালে থানা চত্ত্বরে শতাধিক পরিবারের মধ্যে এবং দরিদ্র বেশে কয়েকজন ব্যক্তির বাড়ি গিয়ে পুলিশ সদস্যরা খাদ্য বিতরণ করেন।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন জানান, করোনার কারণে যে সব অসহায় মানুষ কষ্টের মধ্যে দিন যাপন করছেন সেইসব অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে পুলিশ।
খাদ্য সামগ্রী বিতরণ সময় উপস্থিত ছিলেন এসআই জালাল উদ্দিন, এসআই কামরুজ্জামান, এসআই হায়দার আলী, এএসআই মুনিরুজ্জামান, ডিএসবি নুরুল ইসলাম প্রমুখ। #