মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৩১ মার্চ ২০২০ :
সোমবার সন্ধ্যায় নওগাঁর মহাদেবপুরে আওয়ামী লীগের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।
সন্ধ্যা সাড়ে ৬ টায় মহাদেবপুর বাসস্ট্যান্ডে এর উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ্ব মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম।
উপজেলা সদরের বিভিন্ন স্থানে ট্রাক্টরযোগে ব্লিচিং পাউডার গোলা পানি ছিটানো হয়।
অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, যুবলীগ নেতা উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকূল চন্দ্র সাহা বুদু, আওয়ামী লীগ নেতা সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু, যুবলীগের নেতা এমপির সাবেক এপিএস সাঈদ হাসান তরফদার শাকিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন, মহাদেবপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) নজরুল ইসলাম জুয়েল, মহাদেবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পদক এস,এম,আজাদ হোসেন মুরাদ, উপজেলা কৃষি অফিসার অরুণ চন্দ্র রায় প্রমুখ এমপির সঙ্গে ছিলেন। #