
মহাদেবপুর দর্পণ, বাবুল আকতার, স্টাফ রিপোর্টার, সাপাহার (নওগাঁ), ২ মার্চ ২০২৫ :
নওগাঁর সাপাহারে পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিমূলক সভা এবং ৭ম জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা নির্বাচন অফিস ও উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার (২ মার্চ) সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সংক্রান্ত এবং জাতীয় ভোটার দিবসের আলোচনা একসঙ্গে অনুষ্ঠিত হয়। ইউএনও মো: সেলিম আহমেদ এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, সাপাহার আলহেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ জামায়াত মনোনীত নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আমনের এমপি প্রার্থী মাহবুব আলম, সাপাহার থানার ইন্সপেক্টর (তদন্ত) আলিফ মাহমুদ, সমাজ সেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ, উপজেলা জামায়াতের আমির আবুল খায়ের তরুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পদক সারোয়ার জাহান লাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী প্রমুখ।
